কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করে।

আটককৃতরা হলেন, রাজশাহীর মেহেরগাছী গ্রামের আয়ুব আলীর ছেলে মিজান (১৮) কে ২ কেজি গাঁজা, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে নাদের আলীকে (৫২) কে ২ কেজি গাঁজা, নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার দোগাছী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হিরো (২৪) কে ১কেজি গাঁজা, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হলচাঁদপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে জুয়েল (৩০) কে ১ কেজি গাঁজা এবং চুয়াডাঙ্গার বেলগাছী মুসলিমপাড়ার আতব আলী মন্ডলের ছেলে আয়ূব আলী (৫৫) কে আড়াই শ’ গ্রাম গাঁজা সহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় নাদের আলী ও মিজানকে ২ বছর করে সশ্রম, হিরো ও জুয়েলকে ১ বছরের সশ্রম এবং আয়ুব আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গাঁজাসহ আবু বক্কর মন্ডলের ছেলে আব্দুল মালেককে (২৮) আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

(কেকে/অ/জুলাই ১৮, ২০১৪)