আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বাসের ধাক্কায় মো. বাবুল হোসেন (৩২) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে।

আমতলী থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ এর সময় আমতলী কলাপাড়া সড়কের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের দক্ষিন পাশের সময় হসপিসের সামনে দিয়ে মো. বাবুল হোসেন ট্রলি নিয়ে খুড়িয়ার খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কলাপাড়া যাওয়ার পথে ঈগল পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪৭২৩১) পিছন থেকে ট্রলিকে ধাক্কা দিলে চালক মো. বাবুল হোসেন ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান।

স্থানীয়রা উদ্ধার করে মো. বাবুল হোসেন কে আমতলী উপজেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান, মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরনে বাবুলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে।

(এন/এসপি/নভেম্বর ০১, ২০১৮)