আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেএসসি পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১৭৪টি কেন্দ্রে ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পাশাপাশি পরীক্ষায় আটজন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম সত্যতা নিশ্চিত করে জানান, বহিস্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ভোলা জেলায় চারজন, বরিশালে দুইজন ও বরগুনায় দুইজন। অপরদিকে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশালে ৮২২জন, ঝালকাঠিতে ৩৩৮জন, পিরোজপুরে ৩৭২জন, পটুয়াখালীতে ৬৩৫জন, বরগুনায় ৩৩৮জন ও ভোলা জেলায় ৭৫১জন পরীক্ষার্থী। তিনি আরও জানান, এবার শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিলো। যারমধ্যে ৫৫ হাজার ৫১৫ জন ছাত্র আর ৬৩ হাজার ৫৬০ জন ছাত্রী।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)