সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আগামীকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে আসছেন। জেলা আওয়ামীলীগের আয়োজনে সার্কিট হাউজ ময়দানে তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। একই সঙ্গে আগামী এই অঞ্চলের জন্য আগামী দিনের উন্নয়ন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এ আগমনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে ওঠে আসা কেন্দুয়া উপজেলা ছাত্রকল্যান সমিতির ২০১১ সালের নির্বাচিত সভাপতি ও বর্তমান ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুণ আইনজীবী এডভোকেট মো: শাহরিয়ার কবীর মোশারফ।

বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যান সমিতির সহদপ্তর সম্পাদক এডভোকেট শাহরিয়ার কবীর মোশারফ তার শুভেচ্ছাবার্তায় বলেন, ঢাকা বারের সাবেক সভাপতি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মো: সাইদুর রহমান মানিকের নেতৃত্বে ঢাকা বার তথা বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীরা আজ ঐক্যবদ্ধ। তারা সকলেই আগামী দিনে নিজ নিজ এলাকার নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে কোমড় বেঁধে মাঠে নামবেন।

শাহরিয়ার কবীর মোশারফ বলেন, এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম তথা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে দলে সংঘবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। কারণ হিসেবে তিনি দাবী করে বলেন, আমরা যুব তরুণ সমাজ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সকলেই দেখেছি শেখ হাসিনার সৎ নেতৃত্ব, দেখেছি উন্নয়নের রাজনীতি। তাই আমরা এগিয়ে যেতে চাই একটি সুন্দর বাংলাদেশের জন্য, যুদ্ধে যেতেও রাজী আছি একটি মুক্তিযুদ্ধের মাদক মুক্ত বাংলাদেশের জন্য।

শাহরিয়ার কবীর মোশারফ দেশের হাজার হাজার তরুণ আইনজীবী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষে শেখ হাসিনা যাতে আগামী দিনে আবারো প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্য তারা প্রাণপন চেষ্টা চালিয়ে যাবেন এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় ঢাকা বারের সাবেক সভাপতি বিশিষ্ঠ সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিকের হাতে আগামী একাদশ নির্বাচনে নৌকা প্রতীক তুলে দেয়ার জন্য দাবী জানান, সেই সঙ্গে ময়মনসিংহের ঐতিহাসিক জনসভা শতভাগ সফল হবে এই আশা করেন তিনি।

(এসবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)