আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মাদকসক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছে পারভীন বেগম। প্রতিনিয়ত তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। 

মামলা সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের মোঃ গোলাম মোস্তফা আকনের মেয়ে পারভীন বেগম এর সাথে একই গ্রামের মতিউর রহমান হাং এর ছেলে জহিরুল ইসলাম মনির এর বিবাহ হয়। বিবাহের পর হইতেই মনির যৌতুকের জন্য তার স্ত্রী পারভীন বেগম কে নির্যাতন করে আসছিলো। যৌতুকের জন্য জহিরুল ইসলাম মনির পারভীন বেগমকে বেদম মারধর করলে পারভীন বেগমকে তার স্বজনেরা আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পারভীন বেগম বাদী হয়ে মোকাম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরগুনায় তার স্বামী জহিরুল ইসলাম মনির ও শ্বশুড় মতিউর রহমান হাং এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০১ সালের (সংশোধীত ২০০৩) ১১ (গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত মামলার তদন্তভার আমতলী থানার উপর ন্যাস্ত করলে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে বাদীর অভিযোগ সত্য মর্মে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

মামলার আসামী মোঃ জহিরুল ইসলাম মনির মামলা তুলে নেওয়ার জন্য পারভীন বেগম ও তার পিতার পরিবারের সদস্যদের বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে মামলার বাদী পারভীন বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী মোঃ জহিরুল ইসলাম মনির মাদকাসক্ত। সে নিয়মিত ইয়াবা খায় এবং কোন কাজ কর্ম করে না। বিভিন্ন সময় তাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি। কিন্তু নেশার টাকার জন্য সে প্রতিনিয়ত আমাকে মারধর করে। তার নির্যাতন সহ্য করতে না পেরে আমি মামলা করতে বাধ্য হয়েছি। এখন সে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে এবং মামলা তুলে না নিলে খুন করে ফেলার হুমকি দিচ্ছে। সে মাদকাসক্ত। তার পক্ষে সবই সম্ভব। তার ভয়ে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি।

এ ব্যাপারে জানার জন্য মোঃ জহিরুল ইসলাম মনিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এন/এসপি/নভেম্বর ০২, ২০১৮)