ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় ছিল এবং আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আস্থাশীল।

শুক্রবার ঈশ্বরদীর ফরাজী পাড়াস্থ সাঁড়া গোপালপুর হযরত আবু হুরায়রা (রাঃ) কওমীয়া মাদ্রাসার ছাদ ঢালাই ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ইসলামের বাণী নিয়ে সুদূর ইরাক থেকে এদেশে এসেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা নির্ধারণ এবং কাকরাইল মসজিদ স্থাপন করে ভ্রাতৃপ্রতীম বিশ্ব মুসলিম উম্মাহর যোগাযোগের একটি সেতুবন্ধন রচনা করেছিলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দল অপপ্রচার রটিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুর দেশ হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ মানুষ। মেক্আপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমাদের প্রধানমন্ত্রী নামায আদায় কখনই বাদ দেন্ না। তিনি তাহাজ্জুতের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করেন এবং কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করেন । সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ হওয়ার কারণেই আল্লাহ পাকের রহমতে শেখ হাসিনা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছেন।

মন্ত্রী আরও বলেন, ইতিপূর্বে এদেশের আলেমদের শিক্ষার মান নির্ধারণ থেকে অনেক দুরে রাখা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আলোর মূখ দেখিয়েছেন। জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়কে।

মন্ত্রী বলেন, এটা কোন রাজনৈতিক চুক্তি না। এটি হলো বিশ্বাসের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপনের স্বীকৃতি। তিনি বলেন, সর্বোচ্চ ডিগ্রী অর্জনের মাধ্যমে এখানকার ছাত্ররা দেশে বিদেশে সুনাম অর্জন করবে।

মন্ত্রী এসময় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহব্বান জানান।

মন্ত্রী বলেন, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এসময় মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান ডিলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ০২, ২০১৮)