স্টাফ রিপোর্টার : মির্জা আব্বাসকে আহ্বায়ক ও আব্দুল আওয়াল মিন্টুকে সিনিয়র যুগ্ম মহাসচিব করে ঢাকা মহানগর বিএনপি’র ২১ সদস্যের আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। যেকোন সময় ঘোষণা দেয়া হতে পারে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া বাকি ১৯ জনকে যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে তরুণদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি চূড়ান্ত করা হয়েছে।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে আরও জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদন হলেও এখনো ঘোষণা করা হয়নি। তবে যে কোনো সময় ঘোষণা হতে পারে তরুণদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে যে তিনজনের নাম নিশ্চিত করা গেছে তারা হলেন-যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

(ওএস/এটিঅার/জুলাই ১৮, ২০১৪)