ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই শরিফবাগ গ্রামে জমির মালিকানা সংক্রান্ত ঘটনার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে আট জন,এলাকাবাসি ইব্রাহিম বাহিনীর ভাড়াটে সন্ত্রাসীদের বহনকৃত মাইক্রোবাসটি ভাংচুর সহ ছয় সন্ত্রাসীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে।আগ্রেফতাকৃতরা হচ্ছে, ইব্রামি, রতন, মমিন, জিয়া, মেহেদী হাসান,সাগর। এদের মধ্যে ইব্রাহিম বাদে সবার বাড়ি সাভারের বিভিন্ন স্থানে।

ঘটনাস্থলে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহার নের্তৃত্বে ২০ জন পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ধৃত সন্ত্রাসীদের নিয়ে আসে। শুক্রবার দুপুরে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ গ্রামে এঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় আমিনুলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে বলে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে একজনকে ধামরাই ও অপর জনকে সাভারের এনাম হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওসি দীপক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ও পুলিশ সুত্র জানিয়েছেন ধামরাই উপজেলার সদর ইউপির শরিফবাগ গ্রামের প্রাইমারী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম তার জমি পার্শবতী এক বিধভা মহিলার কাছে বিক্রি করেন। এ নিয়ে বিভিন্ন সময়ে এলাকা ও থানায় একাধিক অভিযোগ হলেও ইব্রামি বাহিনীর লোকজনরা স্থানীয় ও পুলিশের কথা কর্নপাত না করে ধামরাইয়ের পাশ্ববর্তী উপজেলা সাভার থেকে একটি হাইচ মাইক্রোবাস করে ৮/১০ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসে বলে আমিনুল পক্ষের অভিযোগ।

শুক্রবার দুুপুর বারটার দিকে এই ভাড়াটেরা নেমেই নির্মানাধীন ভবনে হামলা করে ভাংচুর চালায়। আমিনুলের লোকজনার বাধা দিলে হামলাকারীরাও তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে এলাকাাসি একত্রিত হয়ে ইব্রাহিমের পক্ষে সাভার থেকে ভাড়া করে আনা মাইক্রোবাসের সন্ত্রাসীদের ঘেরাও করে আটকের পর বেধরক গণধোলাই দেয়।এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে পুলিশ হামলাকারী ছয় জনকে গ্রেফতার করেছে। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত ও উত্তেজনা বিরাজ করছে।

(ডিসিপি/এসপি/নভেম্বর ০২, ২০১৮)