লাল আঁকড়ানো সবুজ


মনটা হু-হু করে কেঁদে ওঠে।
শ্যামলী মায়ের তামাটে আকাশ
সবুজের, ঝলসানো-ধর্ষিত দেহ
বাম হাতের স্পর্শে দগ্ধ হচ্ছে-
বেঁলে মাটিতে দাড়ানো-
লাল আঁকড়ানো সবুজ-
লালটাও ক্যান্সারে পরিপূর্ণ।
মনটা প্রচন্ড চোঁট পায়।
সংগীতের যন্ত্রে যখন ভেসে আসে
বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা ভাষণ,
মুক্তিযোদ্ধার স্মৃতি-বিস্মৃতি ইতিহাস
সর্বহারা বীরঙ্গণার, সন্তানহারা কান্না
আত্মচিৎকারে, বিলাপ করে-নিশাণের পিপাসায়।
কুড়ে-কুড়ে জোৎসনা, কঙ্কাল করছে দানবেরা
নজরুলে ছন্দ আগুন জ্বালায় হিমোগ্লোবিনে।
কাঁদি, বেহায়ার দল ভারি দেখে
ডাষ্টার নিয়ে বসে আছে মাষ্টার হয়ে
বাঙলাদেশ মুছবে বলে
শিকলবদ্ধ হাতে ছটফট করি
উন্মুক্ত চোখের জলে ভেজাই বুকের দগ্ধতা।