আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৩তম জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের নেতা কর্মীদের উদ্দ্যোগে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবিতে পুষ্পমাল্য অর্পণ, নিরবতা পালন শেষে সহস্রাধিক নেতা কর্মীর সমন্বয়ে শোক র‌্যালী উপজেলা শহর দক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, আ’লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আব্দুস সাত্তার মোল্লা, শফিকুল ইসলাম সকুল, হালিমুজ্জামান হালিম, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, শ্রমিকলীগ নেতা সোহরাব হোসেন, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে জাতির পিতাসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহম্মদ মহিবুল্লাহ দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

(টিবি/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)