কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নাফিজ আহম্মেদ নাঈম এবং হাবিবুর রহমান নামের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার (৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নাফিজ আহম্মেদ নাঈম মিরপুর উপজেলা কাতলামারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং হাবিবুর রহমান দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার ইমারত আলীর ছেলে। তারা দুজনই মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মহিউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র মাদাসা থেকে ১৩ কিলোমিটার দুরে। আর হাবিবুরের বাড়ী থেকে কেন্দ্রের দুরুত্ব ২০ কিলোমিটার দুরে। সেখান থেকে সকালে তারা মোটরসাইকেল যোগে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা দুজনই পরীক্ষায় অংশ গ্রহণ করে।

(কেকে/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)