ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের পরিবেশ তৈরি করেছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আস্থাশীল। শনিবার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের ভরতপুর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কওমী শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল)কে মাস্টার্স সমমান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ব্রিটিশরা মোগল সাম্রাজ্য কেড়ে নিয়ে এদেশে হিন্দু মুসলমান ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছিল। স্বাধীনতা বিরোধী অপশক্তি দল অপপ্রচার রটিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুর দেশ হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ মানুষ। এদেশের মাটি ও মানুষের কল্যাণের কথা তিনি সবসময় ভাবেন। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের গণমানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।

মন্ত্রী শরীফ আরও বলেন, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান মন্ত্রী। পরে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ ৩রা নভেম্বর জাতীয় চার নেতা এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ইশারত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম প্রমুখ ।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)