স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ে জাতীয় দলের ১৫ ক্রিকেটার তাদের ক্রিকেট বোর্ডের সাথে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ হয়েছে। ২০১৪-১৫ মৌসুমের জন্য এই ১৫ ক্রিকেটারকে চুক্তির আওতাভুক্ত করল দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়াও আরো ছয় খেলোয়াড়কে বিশেষ চুক্তির আওতায় রাখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

দলটির অক্টোবরে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আসার কথা রয়েছে। সে সময় তারা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ, তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলবে মুশফিক বাহিনীর সাথে।

চুক্তিবদ্ধ ১৫ ক্রিকেটার: সিকান্দার রাজা বাট, রিজিস চাকাভা, টেনডাই চাটারা, এলটন চিগুম্বুরা, হ্যামিলটন মাসাকাদজা, সিংরাই মাসাকাদজা, টিনোটেনডা মাওয়া, নাতসাই এমসাংগুই, তিনাসে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ব্রেনডন টেইলার, প্রসপার উৎসেয়া, ব্রেইন ভেটরি, ম্যালকম ওয়ালার এবং শেন উইলিয়ামস।

মৌসুমি চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটার: ডোনাল্ড ত্রিপানো, জন নাঈবু, মার্ক ভার মিউলিন, টিমিসেন মারুমা, রিসমোন্ড মুটুমবানি এবং মাইকেল চিনয়া।

সাউদার্ণ রকস জিম্বাবুয়ের নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে ২০১৪-১৫ মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছে।

(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)