স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আবার লুটপাট, অর্থ আত্মসাৎ এবং অন্ধকার যুগ নেমে আসবে।’

তিনি বলেন, `আমি চাই বাংলাদেশের মানুষ ভালো ভাবে বাঁচুক। গ্রামের মানুষদের উন্নয়নে আমরা প্রাধান্য দিচ্ছি।‘

শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন জেল হত্যা দিবসের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিমিন হোসেন রিমি ও এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘এত অপমান, এত ঝাড়ি, এত ঘটনার পরও শুধু দেশের মানুষের স্বার্থে সংলাপে বসতে রাজি হয়েছি। অনেক ব্যস্ততার পরও ঐক্যফ্রন্ট বলার সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছি। সংলাপে তারাই দুই ঘণ্টা কথা বলেছে। আমরা বলেছি, যে দাবিগুলো মানা সম্ভব সেগুলো মেনে নেব। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা চেয়েছি। সেগুলো তদন্ত করে যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যাহার করা হবে। তবে আমরাতো রাজনৈতিক হয়রানি এবং গ্রেফতার করিনি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে তাদের নিজেদের লোকজন। সরকারের পক্ষ থেকে যদি মামলায় হস্তক্ষেপ করা হতো তা হলেতো ১০ বছর সময় লাগতো না। কিন্তু আমরা এ বিষযে কোনো হস্তক্ষেপ করিনি। কারণ বিচার বিভাগ স্বাধীন, তাদের ওপর হস্তক্ষেপ করা যায় না। ঐক্যফ্রন্টোর নেতারা খালেদা জিয়া তারেকের মামলার বিষয়ে আমাকে বলেছে বৈঠকে। তাদের বলেও দিয়েছি এটা আইন আদালতের বিষয়।’

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)