ডেক্স রিপোর্ট : ধুমপান ক্ষতিকর,তবুও চলছে ধুমপান।সাধারণ সিগারেটে স্বাস্থ্য ঝুঁকি বেশি ভেবে অনেকেই মেন্থল সিগারেট খান। কিন্তু গবেষকরা বলছে, ভিন্ন কথা। মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত জানিয়েছে।

মিচ জেলার জানান,মেন্থল সিগারেটে তামাকের পরিমাণ মোটেও কম থাকে না। অর্থাৎ সাধারণ সিগারেটের মতোই একই পরিমাণ তামাক থাকে এতে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর।

সাধারন সিগারেটের চেয়ে বেশি ক্ষতি হওয়ার কারনে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কে তা জানানো হয়েছে।

মেন্থল সিগারেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কিনা তা অনুসন্ধানের জন্য হেল্‌থ কমিউনিটি, তামাক শিল্প এবং অন্যান্যদের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন।

এফডিএ জানিয়েছে, যুব সমাজের কাছে মেন্থল সিগারেট বেশ জনপ্রিয় এবং এটার প্রতি তাদের এক ধরনের আসক্তি তৈরি হয়েছে। মেন্থল সিগারেট আসক্তি থেকে বের হয়ে আসা বেশ কঠিন।

(এএইচএল/এপ্রিল ১৪,২০১৪)