আন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হওয়া নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগির মৃতদেহ ফেরত দেয়ার আকুতি জানিয়েছেন তার দুই ছেলে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই আকুতি জানিয়েছেন খাসোগির দুই ছেলে আব্দুল্লাহ ও সালাহ।

দুই অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খাসোগিতে হত্যা করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যা করার বিষয়টি স্বীকার করলেও তার মৃতদেহ কোথায় বা তাকে কিভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছুই জানায়নি সৌদি।

সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি সালাহ বলেন, ‘এই মুহূর্তে আমরা তাকে মদীনার আল-বাকি কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে সমাহিত করতে চাই। আমি বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমি আশা করছি তারা শিগগিরই আমার বাবার লাশ ফেরত দেবে।’

খাসোগির অপর ছেলে ৩৩ বছর বয়সি আব্দুল্লাহ পিতার নির্মম মৃত্যুর কথা স্মরণ করে বলেন, ‘আমি সত্যি আশা করছি তিনি কষ্ট পেয়ে মারা যাননি অথবা তাকে দ্রুতই হত্যা করা হয়েছে অথবা তিনি একটি শান্তিপূর্ণ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।’

জামাল খাসোগিকে ‘চমৎকার পিতা’ হিসেবে আখ্যায়িত করে আব্দুল্লাহ বলেন, ‘তিনি নম্র স্বভাবের মানুষ ছিলেন এবং সবাই তাকে ভালোবাসত। তিনি নির্ভীক, উদার ও অত্যন্ত সাহসী ছিলেন।’

খাসোগিকে হত্যা করার জন্য সৌদি সরকারের উচ্চপর্যায় থেকে আদেশ দেয়া হয়েছে বলে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এছাড়া তার মৃতদেহ ফেরত দেয়ার দাবি করে এরদোয়ান বলেন, ইসলাম ধর্মমতে চিরনিদ্রায় শায়িত হওয়ার অধিকার খাসোগির রয়েছে। এছাড়া তার পরিবার ও বন্ধুরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)