ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদী বিনাধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস সোমবার ঈশ্বরদীর ইস্তা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট  এর উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকাল ও ক্ষরা সহিষ্ণু রোপা আমন জাতের বিনাধান ১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অদিদপ্তর ও বিনা ঈশ্বরদী শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত কৃষি অফিসার রোকসানা কামরুন্নাহার। প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামার বাড়ির উদ্ভিদ সংগ নিরোধ উইং এর পরিচালক কৃসিবিদ হাছেন আলী। বিশেষ অতিথি ছিলেন, এটিআই এর উপাধ্যক্ষ সাজদার হোসেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিএসও ড. আলতাফ হোসেন এবং বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামান।

সভায় বক্তারা বলেন, উচ্চ ফলনশীল, স্বল্প মেযাদী এবং ক্সরা সহিষ্ণু বিনাধান-১৭ বিঘা প্রতি ২০-২২ উৎপাদন হয়। এই ধান আবাদে কৃষকরা অদিকতর লাববান হচ্ছেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)