গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার দিনভর ৭টি উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

গোবিন্দগঞ্জ উপজেলায় উন্নয়নমুলক এ সব কাজের মধ্যে রয়েছে শহরগছি হতে রাজস উত্তরপাড়া রাস্তা পাকাকরণ, উলিপুর আমপাড়া খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধণ, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন. ফাঁশিতলা হতে দাড়িদহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বেধন, ফাঁশিতলা উচ্চ বিদ্যালয়েরে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির সাথে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা প্রকৌশলী মোঃ ছাবের আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মাধ্যমি শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, অর্থ বিষয়ক সম্পাদক আতিক মন্ডল, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, তালুককানুপুর ইউপ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, গুমানীগঞ্জ ইউপ চেয়ারম্যান এসএম রিপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।

(এসআরডি/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)