মাদারীপুর প্রতিনিধি : সোমবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল পুরান বাজার মিষ্টিপট্টি অভিযান চালিয়ে ‘শাহমাদার সুইটস’ নামের একটি মিষ্টির কারখানা থেকে ৩ মণ পঁচা-বাসি ও ভেজাল মিষ্টিসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিষ্টি তৈরির বিভিন্ন পণ্য জব্দ করে। এ সময় দোকানের মালিককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, ‘সদর থানার পুরান বাজার এলাকায় ‘শাহমাদার সুইটস’ নামক মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ মণ পঁচা-বাসি ও ভেজাল মিষ্টি এবং মিষ্টি তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ও স্ব্যাস্থের জন্য ক্ষতিকর রং, ডালডা এবং ময়দা জব্দ করা হয়।

এসময় কারখানার মালিক উত্তম কুমার ঘোষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান-এর উপস্থিতিতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে আটককৃত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ধার্য করা হয়। এ সময় জব্দকৃত মিষ্টি ও মিষ্টি তৈরির ভেজাল কাঁচামাল জনসস্মুখে ধ্বংস করা হয়।

(এমআরএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)