নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার মহাজন বাজার এলাকায় সোমবার বিকালে মতুয়া মহাসমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার।

মহাজন- ঘষিয়াবাড়ি হরিবাসর মন্দিরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতুয়া মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অধ্যাপক মলয় নন্দী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমলাক্ষি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কালিয়া উপজেলা শাখার সভাপতি তরুন শিল্প উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতি থানার সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ।

মহাসমাবেশের আগে নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া, নড়াগাতি থানা এলাকাসহ আশে পাশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মতুয়া দল জয়ঢংকা, কাশি-বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন (পিপিএম)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার(ভূমি) এমএম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস প্রমুখ। পরে নন্দিত কণ্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন।

(আরএম/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)