কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া টেগর লজ রক্ষার দাবিতে মানববন্ধন ও গণসাক্ষরতা কর্মসূিচ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের এন এস রোডস্থ মিশন স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এতে টেগর লজ রক্ষা কমিটিসহ ২৭ টি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল।

মানববন্ধনে টেগর লজ রক্ষা কমিটির আহ্বায়ক আলম আরা জুঁই ও রক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দা হাবিবা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার তত্বাবধায়নে কুষ্টিয়া কুঠিবাড়ী খ্যাত ‘টেগর লজ’ সাহিত্য-সংস্কৃতি প্রেমি’ রবীন্দ্র-ভক্ত এবং সাংস্কৃতিক কর্মীদের কাছে রবীন্দ্রচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা-ের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত। তাই সকলে টেগর লজ রক্ষার দাবি জানায়।

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায় সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ‘টেগর লজ’কে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহন করা হবে। যার পরিপ্রেক্ষিতে সাংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিসেবীদের সংস্কৃতিতে ভাটা পড়বে।

মানববন্ধন শেষে গণসাক্ষরতা কর্মসূিচ পালিত হয়।

(কেকে/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)