স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছুরি, ২টি ড্যাগার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন কাওরান বাজারস্থ প্রজাপতি গুহা আন্ডারপাস সংলগ্ন রাস্তার পশ্চিম পার্শ্বে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র-সরঞ্জামাদীসহ ডাকাতির প্রস্তিুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করে।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবুল হোসেন (২১), মোঃ শুভ (২০), মোঃ বাছেদ (২৩), মোঃ আকাশ (২৩), মোঃ রুবেল থান (২৫)।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)