স্টাফ রিপোর্টার : আগামী দু-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

নির্বাচনকালীন সরকার গঠনে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘ শিডিউল ঘোষণার পর মন্ত্রিসভায় টেকনোক্র্যাটরা কেউ থাকেন না। গত বছরও ছিলেন না। এবারও একই নিয়ম প্রযোজ্য।’

তিনি বলেন, ‘৮ নভেম্বর শিডিউল ঘোষণা হতে পারে। আমি দু-একদিনের মধ্যেই (পদত্যাগপত্র) দিয়ে রাখলাম, শিডিউল ঘোষণার আগেই ইনি (প্রধানমন্ত্রী) এটি একসেপ্ট (গ্রহণ) করে নিলেন, হয়ে গেল।’

খ্যাতিমান সাহিত্যিক শওকত ওসমানের সন্তান ইয়াফেস ওসমান আরও বলেন, ‘আমি শিডিউল ঘোষণার পরে দেব না আগেই দেব। আমি নিয়ম ভেঙে চলার মানুষ নই। আমরা হয়তো দু-একদিনের মধ্যেই (পদত্যাগপত্র) দিয়ে দেব।’

বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী, দুজন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে টেকনোক্র্যাট মন্ত্রী চারজন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন।

নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচনের তফসিল (ভোট গ্রহণের দিন) ঘোষণা করবে। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের দিন নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)