রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রান্তিক এক হাজার ২০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষি অধিদপ্তর এসব সার ও বীজ বিতরণ করে। 

ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার ৭০০ কৃষকের মাঝে সরিষা, ৩০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ, দুইশ’ জনের মাঝে ভূট্টা বীজ এবং পাঁচ জন কৃষকের মাঝে বিটি বেগুনের বীজ ও সার বিতরণ করা হয়।


(আরকেপি/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)