তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়।

জানা গেছে, সাইকেলটি চূড়ান্ত পরীক্ষাতে সফল হলেও এখনই এটি বাজারে আসবে না। আরও কিছু ছোট-খাটো পরীক্ষা শেষে কিছুদিনের মধ্যেই এই উড়ন্ত সাইকেল বাজারে ছাড়া হবে।

চেক রিপাবলিকের তিনটি সংস্থা মিলে বিশ্বে এই প্রথমবারের মতো উড়ন্ত বাইসাইকেল বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও তা আসতে এখনো বছরখানেক সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)