নিউজ ডেস্ক : সার্চ ইঞ্জিন গুগলের সব সেবা সহজে পাওয়া যাবে একটি মাত্র অ্যাপেই। ‘গুগল জেশ্চার সার্চ’ নামক অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেটে গুগলের সব সেবা খুঁজে পাওয়া যাবে। বিনামূল্যের এই অ্যাপটি তৈরি করেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়েছে, গুগল জেশ্চার অ্যাপটির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্ট লিস্ট, নানা ধরনের অ্যাপস, বিভিন্ন অ্যাপের সেটিংস পরিবর্তন, সংগীত এবং বুকমার্কগুলো নম্বর কিংবা অক্ষর দিয়ে সার্চ করলে অতি সহজেই সেটি খুঁজে পাওয়া যাবে।

আর এই নম্বর বা অক্ষর হাতে লিখে দিলেই হবে। ৪০টিরও বেশি ভাষায় এই সুবিধা থাকছে। এমনকি ট্রান্সলেটরের মাধ্যমে ভাষা পরিবর্তনেরও সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপে।

অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে দ্রুত কোনো গুগল সেবা খুঁজে পেতে অ্যাপটির মাধ্যমে অক্ষর কিংবা নম্বর আঁকা শুরু করলে সে অনুযায়ী সেবাগুলো দ্রুত আসতে থাকে। আর তথ্য খোঁজার হিস্ট্রি থেকে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় সেবাটি পেয়ে যাবেন।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)