গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী- সাঁওতাল সমাবেশে প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এ্যাড. সুলতানা কামাল বলেছেন ৭১ সালের মত আবার আমরা দেখিয়ে দেই কোন অত্যাচারীকে আমরা ভোট দেবনা, যারা মানুষের অধিকার পদদলিত করেছে তাদের ভোট দেবনা, যারা আমাদের উদ্বাস্ত করেছে তাদের আমরা ভোট দেবনা। যারা সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে এবং এখনও যারা নির্যাতন চালাচ্ছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্যে ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্জ সাঁওতালদের বীর সিধূ- কানুর উদাহরন দিয়ে বলেন সংগ্রাম শেষ হয় নাই, সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা জানি জনপ্রতিনিধিরা জনগণের সেবক তারা জনগণের সেবা করবে। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা জনগণকে নির্যাতনকারী, হত্যাকারী। তারা এখানে সাঁওতাল- বাঙ্গালীদের উপর নির্যাতন করেছে। তাদের বাড়িঘর পুড়িয়েছে। তাদের হত্যা করেছে। তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মামলা হলেও তারা নিবিঘ্নে ঘুড়ে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত, আদিবাসী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর নির্যাতনের বিচার ও ক্ষতিপুরণসহ ৭দফা দাবিতে আদিবাসী-বাঙ্গালী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাসকে।

গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙ্গালী সংহতি পরিষদ ও জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে মঙ্গলবার সকালে স্থানীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিপিবি প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, গাইবান্ধা আদিবাসী-বাঙ্গালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রংপুর ওর্য়ার্কাস পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অশোক সরকার, নওগাঁ বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, রংপুর মহানগর জাসদের সভাপতি গৌতম রায়, গাইবান্ধা জেএসডির সভাপতি লাসেন খান রিন্টু, সিপিবি গোবিন্দগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম ও সাহেবগঞ্জ- বাগদাফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান। সমাবেশের আগে গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম এলাকার শত শত আদিবাসী সাঁওতাল-বাঙ্গালী ঢাকঢোল আর লাল পতাকা নিয়ে মিছিল করে শহরের শহিদ মিনার চত্বরে সমবেত হয়।

(এসআরডি/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)