নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম (৪৬)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। 

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানাবলি আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (৩ নভেম্বর) ভোরে উপজেলা সদরের জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সালেহা বেগম পালিয়ে যান । ওই ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬০-৬৫ জনকে আসামী করে নাশকতার অভিযোগ এনে লোহাগড়া থানায় মামলা করা হয়।

এ মামলায় বিএনপিনেত্রী গ্রেফতারকৃত সালেহাকে গতকাল মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হলেছে।

(আরএম/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)