ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষের মেজো ভাই, শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা.বিনয় ভূষণ ঘোষ আজ সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের শিবরাম পুরের নিজের বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও শ্বাস কষ্টে ভুগছিলেন।

কর্মজীবনে বিনয় ভূষণ ঘোষ খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক ছিলেন। পাশের বসন্তপুর উচ্চ বিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেছেন। শিক্ষকতা করা কালে স্কুল থেকে যে বেতন পেতেন তা দিয়ে তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই খাতা কলম কিনে দিতেন।

শিক্ষকতা শেষে তিনি এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গ্রামের মানুষ তাঁকে ডা.বিনয় বাবু বলতেন। গ্রামের মানুষের ওই ভালোবাসার পরিচয় নিয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ছেলে ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেষ ইচ্ছে অনুযায়ী আজ বিকেল ৪টার দিকে তাঁকে শিবরামপুরের নিজ বাড়িতেই সমাহিত করা হবে।

(পি/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)