দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর পার্শ্বে সাগরদিঘির  পাড় বেড়ীবাঁধ রক্ষার দাবিতে সাত গ্রামের প্রায় ৫ শত ব্যক্তির স্বাক্ষরিত গণ পিটিশন জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হয়েছে।

ইউনিয়নের দাখিনাইল, চারকুরিয়াডহর, ভূলিগাঁও, বাগুয়া, করুণীয়া, শিরবির ও নোয়াপাড়া গ্রামের ৪৪৪ জন মানুষের স্বাক্ষরিত গণপিটিশনে উল্লেখ রয়েছে যে, সোমেশ্বরী নদী থেকে বালু ড্রেজিং করে ইউনিয়নের সোমেশ্বরী নদীর পাশে সাগরদিঘির পাড় সরু বেড়ীবাঁধ দিয়ে বালু বোঝাই ভারী যানবাহন অর্থাৎ ট্রাক, লড়ি নিয়মিত চলাচল করায় বাঁধটি ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকার মানুষ গনদাবি করে বলেন বাঁধটি খুবই সরু অর্থাৎ ৭ ফুট প্রস্থ।

বাঁধের দুই পাশে অানুমানিক ২০-৩০ ফুট গভীর রয়েছে এখানে সবসময় পানি জমে থাকে ফলে ট্রাক, লড়ি নিয়মিত চলাচল করলে বাঁধটি ভেঙ্গে যাবে। এতে সাইকেল , রিক্সা, ছাত্র ছাত্রী বা সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলে বিঘ্নসহ ৫ হাজার একর ফসলি জমির উপর ঢলের পানির সাথে বালি এসে জমির উপর পরবে এতে করে কৃষকের অপূরনীয় ক্ষতি হবে বলে ভুক্তভোগীরা জানান।

(এনএস/জেএ/জুলাই ১৮, ২০১৪)