লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলস্টেশনের পূর্ব পার্শের সিগনালের কাছে ট্রেনে কাটা পড়ে হেদায়েত মন্ডল (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। সে উপজেলার চামটিয়া গ্রামের মৃত দেদার মন্ডলের ছেলে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর একটার দিকে ঢাকা থেকে নীলফামারী গামী নীল সাগর এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, হেদায়েত মন্ডল উপজেলার গোপালপুর পৌরসভার রিফুজিপাড়া ইয়ার কলোনীতে তার মেয়ের বাড়ি থেকে দুপরে নিজ বাড়ি ফেরার পথে সিগনাল বাতি না জ্বলা অবস্থায় রেল লাইন পারাপারের সময় সে ওই ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরণ করে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে আজিমনগর রেলস্টেশন মাষ্টার না থাকায় সিগনাল ব্যাবস্থা বন্ধ রয়েছে। ফলে সিগনাল ছাড়াই চলছে ট্রেন। এ ব্যাপারে গত তিন দিন ধরে জাতীয় সংবাদপত্রসহ বিভিন্ন গনমাধ্যমে খবর প্রচারিত হয়েছে।

নিহতের জামাই নেকারুল জানান, সিগনাল বাতি চালু থাকলে হয়তো সে বেঁচে যেত। আরো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি সত্তর আজিমনগর রেল স্টেশনে স্টেশন মাষ্টার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবি করেন এলাকাবাসী।

(এম/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)