ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে সরকার কৃিষ প্রনোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে এগারটায় রবি মৌসুমে ধামরাই উপজেলা চত্তরে চার হাজার স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনা মূল্যে বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদের মধ্যে ২৪ শত ভ’ট্টা চাষী পাবে দুই কেজি বীজ,ডিএড়ি ষার ২০ কেজি এমওপি সার পাবে ১০ কেজি। কৃষকদের প্রতি জন পেযেছেন এগার শত টাকা করে।

এছাড়া সরিষা এক কেজি, বিজ এক কেজি ডিএপি ও এমওপি ৩০ কেজি সার বীজ ধান বিশ কেজি সহ প্রতি কৃষক এগার শত টাকা মূল্যে সরকারী বিনা মুল্যে প্রনাদনা পেয়েছে। সব মিলিয়ে ৪৪ লাখ দুই হাজার আটশত ৮৫ টাকা সরকারী বরাদ্দ বিতরন করেছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিক এ সভায় ষার ও বীজ বিনা মূল্যে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেছেন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান। আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ার ম্যান এডঃ সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌর যুবলীগের সাপতি আমিনুর ইসলাম, হাবিবুর রহমান, সার ব্যবসায়ী মোঃ আঃ হালিম সহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক বলেছেন এসরকার আসলেই দেশের উন্নয়নের জোয়ার বয়। সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে। শান্তিতে উৎপাদন করে নিজের ও দেশে উন্নয়নে শরিক হয়। সার পেতে আর গুলি খেয়ে কৃৃষকদের মরতে হয়না। বিনা মুল্যে কৃষকদের, মাঝে সার-বীজ দিয়ে উৎপাদনের সহযোগিতা করেন মানবতার নেত্রী শেখ হাসিনা । জামাত বিএনপি জোট দেশের রত্ন কৃষকদের সার না দিয়ে গুলি করে মেরেছে।আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার মরকার ঘঠনে সযোগিতার আহ্বান জানান এম মালেক।

(ডিসিপি/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)