ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য ও আ’লীগেরকেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তারকে নৌকা প্রতীকে মনোনয়ন দাবিতে স্থানীয় আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্বরে পৌর আ’লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের কুশপুত্তলিকা দাহ করে।

সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুস ছাত্তারকে নৌকার মনোনয়ন দেয়ার দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন নেতারা।

বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গত সংসদ নির্বাচনে আব্দুস ছাত্তার মনোনয়ন প্রত্যাহার কারায় বিনা প্রতিদ্বন্দিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। কিন্ত তিনি নির্বাচিত হওয়ার পর ঈশ্বরগঞ্জে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। তিনি পার্শ্ববর্তী উপজেলা গৌরীপুরের বাসিন্দা। ঈশ্বরগঞ্জের আপামর জনতা জাতীয় পার্টির ফখরুল ইমামকে এমপি হিসেবে দেখতে চায় না ফখরুল ইমামকে জোটের মনোনয়নের বিরোধিতা করে ঈশ্বরগঞ্জের ছাত্তার গ্রুপের আ’লীগ নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ফখরুল ইমামের নির্বাচনী তোরণ ভাংচুর, তার বাস ভবনে অগ্নিসংযোগ ও ৫ নভেম্বর জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদীকে শারীরিকভাবে লাঞ্চিত করে আ’লীগ নেতাকর্মীরা। সমাবেশে আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম ঘোষণা দেন যে, আব্দুস ছাত্তারকে মনোনয়ন দেয়া না হলে নেতাকর্মীরা রাজপথে অনশন কর্মসূচি পালন করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য বদরুল আলম প্রদীপ ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল হান্নান ভূইয়া, দেলোয়ার জাহান মামুন ,সাদিকুল গণি ভূইয়া রুমন, কামরুল হাসান জুয়েল, জাকির হোসেন, মুখলেছুর রহমান মানিক, একেএম ফরিদুল্লাহ প্রমুখ।

(এন/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)