শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহত সালাউদ্দিন ওরফে সাগর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের। পুলিশ জানায় সালাউদ্দিন ওরফে সাগরের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ডাকাতি মামলার ওয়াারেন্টভুক্ত আসামি সালাউদ্দিনকে মঙ্গলবার রাতে জাজিরার কাজিরহাট এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে রাত আড়াইটার দিকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের অন্য সদস্যরা।

এ সময় পুলিশ পাল্টা গুলি করলে প্রায় ১০ মিনিটি গোলাগুলি হয়। এক পর্যায়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ সালাউদ্দিনকে সহ ১টি ওয়ান শুটার, ৪টি রামদা, ১টি ছোরা, ৬টি ককটেল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ সালাউদ্দিনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সালাউদ্দিনের বিরুদ্ধে শরীয়তপুরের বিভিন্ন থানায় অন্তত ৬ টি ডাকাতি মামলা রয়েছে।

শরীয়তপুর সদর পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সম্প্রতি শরীয়তপুরে ডাকাতের উৎপাত বৃদ্ধি পাওয়ায় পুলিশ শরীয়তপুরের তালিকাক্ত ডাকাতদের খোঁজ নিতে গিয়ে ধরা পরে সালাউদ্দিন। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে সালাউদ্দিনের সহযোগিরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করলে গোলাগুলির এক পর্যায়ে পিছু হটে সন্ত্রারীরা। পরে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায় সালাহউদ্দিন।

উল্লেখ্য, গত সপ্তাহে শরীয়তপুর জেলা শহরের পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন কয়েকটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে ধরা পরে দুই ডাকাত। তাদের একজন গলপিটুনিতে মারা যায়।

(কেএনআই/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)