রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ জাসদ কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠণের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীসহ সাতটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। সাথে সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার, দুর্নীতি ও বৈষম্যের অবসান করার এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু।

(আরকে/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)