নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চর শামুখখোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন ইউপি মেম্বরের নেতৃত্বে বসত বাড়ীতে হামলা চালিয়ে মহিলাসহ ৪ জনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ইউপি মেম্বর মোঃ হালিম রহমানের সাথে তার আপন ভাই শাহিনুর রহমানের মধ্যে মাত্র দুই শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসা করার জন্য স্থানীয় ভাবে একাধিকবার শালিস বৈঠক করেও তা সমাধান হয়নি।

এই বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ইউপি মেম্বর হালিমের নেতৃত্বে তার দু’ছেলে সুজা ও সজিব, সুগার,আহম্মেদ, শরিফুল, রফিকসহ ২৫/৩০জনের একদল দূবৃর্ত্ত রামদা , লাঠিসোঠা নিয়ে ছোট ভাই শাহিনের বাড়িতে হামলা চালিয়ে বসত বাড়ির টিনের ঘর ভাংচুর করে।

এ সময় দূবৃর্ত্তদের হামলায় শাহিন(৪৫), তার ভাই তুহিন(৩৫), স্ত্রী রুপালী বেগম(৩১) ও তরিকুল ইসলাম সুজন(২২) আহত হয়। এ সময় দূবৃর্ত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বর হালিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন।এ ঘটনায় বুধবার রাতেই তুহিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রবীর বিশ্বাস অভিযোগের বিষয়ে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)