নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক পাচারকারী রাকিব ও মুস্তাককে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে গত মঙ্গলবার গভীর রাতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে এসআই আতিকুজ্জামানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে যশোর-কালনা সড়কের এডেন্দা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিব ও মুস্তাককে আটক করে।

আটক রাকিব পৌর শহরের রাজুপুর গ্রামের পাঁচু শেখের ছেলে এবং মুস্তাক রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আটক রাকিব লোহাগড়া পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিন বছর পূর্বে রাকিব ২০০ বোতল ফেনসিডিলসহ কাশিয়ানী থানা পুলিশের হাতে আটক হয়েছিলো। আটক মুস্তাক একজন চাকুরীচ্যুত পুলিশ কনষ্টেবল। ঢাকায় চাকুরীকালে ছিনতাইয়ের অভিযোগে সে চাকুরীচ্যুত হয়। উভয়ে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কেনাবেচার সাথে জড়িত।

(আরএম/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)