আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি স্থানে বোমার বিস্ফোরন ও সড়ক কেটে যোগোযোগ বিচ্ছিন্নের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতা বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।

খাঞ্জাপুর ইউনিয়নের ঘটনায় এক সাংবাদিক ও সাংবাদিকের ভাই এবং দক্ষিণ পালরদীর ঘটনায় সাংবাদিকের বোনজামাতাকে আসামি করা হয়েছে। দৈনিক জনতার গৌরনদী প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি তরিকুল ইসলাম দিপুু মাঝি বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে খাঞ্জাপুরের মেদাকুল গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়ির কাছে দীঘিরপার নামক এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা কাটার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর বাদি হয়ে ৫৫ জনের নামউল্লেখ করে দায়ের করা মামলায় আমাকে (দিপু মাঝি) আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বহু আগ থেকে আমার একমাত্র অসুস্থ্য সন্তান সাফিন আহম্মেদের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। তার পরেও মামলায় আমাকে আসামি করা হয়েছে।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমার মেঝ ভাই কবির মাঝি পেশায় একজন সাধারণ কৃষক। সে কোন রাজনীতি বোঝেনা। অথচ ওই মামলায় আমার মেঝ ভাইকে আসামি করা হয়েছে।

অপরদিকে পৌর এলাকার দক্ষিণপালরদী মহল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি হাফেজ নুরুল হক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা অভিযোগ করে বলেন, আমার বোনজামাতা শরীফ মোঃ জামাল বরিশাল বারের আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন। অথচ তাকে হয়রানীর উদ্দেশ্যে ওই মামলায় নামীয় আসামি করা হয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)