বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের আদালত ভবনে একজন আইনজীবীকে শারীরিক ভাবে লা্িঞ্ছত করাসহ পেশাগত অসদাচারনের অভিযোগে এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহ’র সদস্য পদ সাময়িক ভাবে বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। 

এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহসহ এঘটনায় জড়িত তার ভাই শিক্ষানবিশ আইনজীবী কাজী তারিক মুসাকেও জেলার সকল আদালতে প্রবেশ, মামলা পরিচালনাসহ আইনজীবী সমিতি ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট জেলা আইনজীবী সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. আলতাফ হোসেন জানান, গত ৪ নভেম্বর আদালত ভবনের এজলাশের বাইরে এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহ ও তার ভাই শিক্ষানবিশ আইনজীবী কাজী তারিক মুসা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট সুদেব কুমার মৃধাকে শারীরিক ভাবে লা্িঞ্ছত করাসহ পেশাগত অসদাচারণ করেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে ওইদিনই এ্যাডভোকেট সুদেব কুমার মৃধা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবরে আবেদন করেন। জেলা আইনজীবী সমিতি এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহ’র কাছে জবাব চেয়ে কারন দর্শানোর নোটিশ পাঠায়।

এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহ’র পাঠানো কারন দর্শানোর নোটিশের জবাব সন্তোজনক না হওয়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটিন সভায় সর্বসম্মত ভাবে তার সদস্য পদ সাময়িক ভাবে বাতিল করা হয়। এরপর জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারন সভায়ও এ্যাডভোকেট কাজী মো. শহিদুল্লাহ’র সদস্য পদ সাময়িক ভাবে বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।

(এসএকে/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)