জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ (২য় পর্যায়) মতবিনিময় ও আলোচনা সভা ৮ নভেম্বার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মনোয়ারা খাতুন, ইউএনডিপি’র জেলা সহায়ক রঘুনাথ, মাদারীপুর লিগ্যালএইড এর জেলা সমন্ময়কারী মোঃ সেলিম মিয়া ও উপজেলা সমন্ময়কারী মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা কামরুল হুদা প্রমুখ।

আলোচনা সভায় গ্রাম আদালত সক্রিয়করণ গ্রাম আদালতের সুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তাগণ। উপজেলার ১২টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করার লক্ষ্যে সকলের সহযোগিতা চান ইউএনডিপি’র জেলা সহায়ক রঘুনাথ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)