মংলা প্রতিনিধি : পাট ও পাট শিল্প রক্ষা কমিটি এবং এ্যাকশন এইড’র যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে মংলার বিএলএস রোডস্থ সুজন মিলনায়তনে রাষ্ট্রায়ত্ব পাটশিল্পকে হোল্ডিং কোম্পানী করার সিদ্ধান্ত বাতিলের দাবি ও ‘মোড়কে পাটপণ্য ব্যবহার আইন’ বাস্তবায়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাকশন এইড’র ডেপুটি ডিরেক্টর এ. আর. আমান। পরামর্শ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পাটশিল্প রক্ষা কমিটির সাধারন সম্পাদক খালিদ হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, অধ্যক্ষ মো. আবু সাইদ খান, সুজন সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, গণশিল্পী সংস্থার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, মংলা বন্দর ব্যবহারকারি এইচ এম দুলাল, মংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, রাইচ মিল মালিক কামরুজ্জামান জসিম, দুবাই বাংলা সিমেন্ট ফ্যাক্টরির শেখ মো. মাহবুবুর রহমান, সার ডিলার মো. সেলিম মিয়া, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মাহবুবুর রহমান, কারিতাসের টিটুস সরকার, রূপান্তরের সুনীতি রায় প্রমূখ।

পরামর্শ সভায় বক্তারা রাষ্ট্রায়ত্ব পাটশিল্পকে হোল্ডিং কোম্পানী করার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে বলেন, পাট শিল্পের বিকাশে দীর্ঘ মেয়াদী নীতি-পরিকল্পনা ও বিদ্যমান নীতি বাস্তবায়নের অভাবে সংকট ঘনীভূত হচ্ছে। বক্তারা ‘মোড়কে পাটজাত পণ্য ব্যবহার আইন ২০১০’ বাস্তবায়নের মাধ্যমে পাটশিল্পের সাথে জড়িত ২ কোটি মানুষের জীবন-জীবিকা সুনিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

(এএইচ/জেএ/জুলাই ১৮, ২০১৪)