বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে দুইটি পরিবারের সবাইকে খাবারে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে চুরি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ওই দুটি পরিবারের অসুস্থ ৭ সদস্যকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করেছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু জাহিদ জানান, আট্টাকা গ্রামের মো. খায়রুজ্জামান ও শেখ আ. হালিমের বাড়ীতে বুধবার দিবাগত রাতে দূর্বৃত্তরা কৌশলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়।

এই দুটি বাড়ির লোকজন রাতে খাবার খেয়ে ঘুমে অচেতন কয়ে পড়লে দূর্বৃত্তরা নগদ টাকা, স্বর্নালংকার, ল্যাপ্টব ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। নিয়ে গেছে।

সকালে ওই দুটি পরিবারের সদস্য খায়রুজ্জামানের স্ত্রী আঞ্জুমান আরা বেগম (৭২), মেয়ে রিপা জামান (৪৫), কাজের বুয়া নাহার বেগম (৫০) ও আসমা বেগম (২২), শেখ আ. হালিমের স্ত্রী তাসলিমা বেগম (৫০) ও সাহিদা খাতুনকে (২৬) অচেতন অবস্থায় দুপুরে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

(এসএকে/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)