স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভালো কিছুর আশা করছি এবং মন্দের জন্য প্রস্তুত আছি।’

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার নির্বাচনকালীন সরকার হচ্ছে অর্থমন্ত্রীর এমন বক্তব্য সঠিক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কবে হবে, সাইজ কী হবে তা বলার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তবে নির্বাচনকালীন সরকার একদিন, দুদিন বা তিনদিন পর তো হবেই। একটা বিষয় বলতে পারি নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকছেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের গণসংযোগের অভিযান বাংলাদেশে অব্যাহত থাকবে। আজ (বৃহস্পতিবার) শিডিউল ঘোষণার পর তা আরও জোরদার হবে। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দিচ্ছি।’

একদিকে ঐক্যফ্রন্টের সমাবেশ স্থগিত অন্যদিকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত এ দুটি বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সব জায়গায় যোগসূত্র খুঁজতে নেই। ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিতের সাথে প্রধানমন্ত্রীর সংবাদ সন্মেলন স্থগিতের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের তারিখ পরবর্তীত জানিয়ে দেয়া হবে।’

খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় সংলাপের অগ্রগতি ব্যাহত হবে কী না জানতে চাইলে কাদের বলেন, ‘বেগম জিয়া হাসপাতালে থাকলেও তিনি প্রিজনার। তিনি জেলে থাকলে যা, চিকিৎসার জন্য বাইরে থাকলেও একই স্ট্যাটাস।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছেন। বিশ্বের বহু রাষ্ট্র তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সংলাপে ছোটখাটো দলকেও বাদ দেয়া হয়নি। গতকাল (বুধবার) সন্ধ্যায় সর্বশেষ ২৪টি রাজনৈতিক দল ও জোটের সাথে সংলাপ করেছেন।’

কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল থেকে আওয়ামী লীগ ফরম বিতরণ শুরু করবে। সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত বুথ থেকে ফরম বিতরণ শুরু হবে।

প্রতিটা বুথে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ বা বিক্রি হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)