স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় একটি ট্রাক, নগত ৪ হাজার টাকা, ২টি মোবাইল ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।

সংবাদ কিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর তেজগাঁও থানাধীন শাহীনবাগ ফ্যালকন টাওয়ারের গলির মাথায় নিউ এয়ারপোর্ট রোডে র‌্যাবের উপস্থিত টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ আতাউর রহমান (২২) ও মোঃ পলাশ (২১) দেরকে গ্রেফতার করে। ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে থাকা ভুট্টার বস্তার ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিলের কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে রাতারাতি বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

(পিআর/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)