নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : সামনে আসছে শীত। শীত শুরুর আগেই বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের সার্বিক পরামর্শক্রমে চাষের ফলে প্রতি বছরই বাড়ছে সবজি চাষ। 

উপজেলার উচাখিলা রাজীবপুর পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এবং কাঁচা মাটিয়া নদীর তীরবর্তী জাটিয়া ইউনিয়নে অধিক পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে। অত্র অঞ্চলের সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে ।

এসব সবজি উৎপাদনের ফলে অত্র অঞ্চলের কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে । তবে মধ্যস্বত্বভোগীদের কারনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ কৃষক। কয়েকদিন পূর্বে হঠ্যাৎ বৃষ্টি হওয়ার কারনে সবজি উৎপাদনে ভাটা পড়েছিল। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক থাকার কারনে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

এসময়ে অধিক পরিমাণে সবজি উৎপাদনের কারনে বাজারে যোগানের পরিমাণ বেড়েছে। ফুলকপি, সীম, বেগুন, করলা, ঝিঙ্গা, ঢেরস,পটল, মুলা,বরবটি,লাউ, শসার,মুলার দাম কমলেও বাড়ছে টমেটো, গাজর ও আলুর দাম। কাচাঁমাল ব্যবসায়ী ছফির উদ্দিন ও মোজাম্মেল হক জানান, বাজারে চাহিদা অনুযায়ী বাজারে সবজির যোগান থাকায় সবজির দাম কমতে শুরু করেছে।

সবজি ক্রেতা রফিক উদ্দিন বলেন, বাজারে সবজির পরিমাণ বাড়লেও সে পরিমাণে দাম কমছে না। সবজি উৎপাদনের ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার জানান, ঈশ্বরগঞ্জ কৃষি বিভাগ নিরাপদ সবজি উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(এনআইএম/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)