স্পোর্টস ডেস্ক, ঢাকা : শহীদ আফ্রিদি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বোর্ড যদি ফের আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চায় তবে চ্যালেঞ্জ নিতে তৈরি আছি আমি।’ ২০১০-১১ সালে পাকিস্তানের ওয়ানডে ও টোয়েন্টি২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আফ্রিদি।

কিন্তু ওই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে তৎকালীন কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। তবে অতীত ভুলে সবকিছু নতুন করে শুরু করতে চাইছেন আফ্রিদি। তার মতে, সবকিছু গুরুত্বের সঙ্গে নিতে চাই আমি।

২০১১ সালে কি হয়েছিল তা আমার সব সতীর্থই জানে। ২০১৫ সালের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলে আমি তা যথাযথভাবেই পালন করব। অলরাউন্ডার আরও বলেছেন, ‘যদি আমরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্য আসবেই।

এখন বিশ্বকাপ সামনে রেখেই নিজেকে প্রস্তুত করছি আমি।’ নিয়মিত ওয়ানডে ও টোয়েন্টি খেললেও টেস্ট থেকে অবসর নিয়েছেন আফ্রিদি।

(ওএস/পি/জুলাই ১৮,২০১৪)