স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচা বাজারস্থ স্বপ্ন সুপারমলের সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১মোঃ বেলাল দারিয়া (২৬), মোঃ আলমগীর হোসেন (২৩), মোঃ মাহবুব হওলাদার (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকদের ইয়াবার চালান সংক্রান্ত জিজ্ঞাসাবাদে প্রথমে তারা অস্বীকার করে।

র‌্যাব জানায়, পরবর্তীতে ব্যাপক জিঞ্জাসাবাদে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ইয়াবা চালানের কথা স্বীকার করে। আসামিদের দেওয়া তথ্য মতে ডাইনিং টেবিলের কাঠের পায়ার ভিতরে খোদাই করে বিশেষ কায়দায় পলিথিনের কাগজ দ্বারা কালো কসটেপের সাহায্যে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১০,০০০ (দশ হাজার) পিস (নিষিদ্ধ মাদক) ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তার আরো জানায়, বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্যে তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে (নিষিদ্ধ মাদক) ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে এবং ইতোপূর্বেও বেশ কয়েকটি ইয়াবার চালান সফলতার সহিত সরবরাহ করেছে বলে জানায়।

(পিআর/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)