স্পোর্টস ডেস্ক, ঢাকা : এক ওভারের খেলায় মেডেন ওভার, হতে পারে? এটা কি ভুল করেও কোনো বোলারের কল্পনাতে আসতে পারে? এমন এক অকল্পনীয় কীর্তির মালিক হয়ে গেলেন স্পিন যাদুকর সুনিল নারিন। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) এর পঞ্চম ম্যাচে নারিনের এ ম্যাজিকে রেড স্টিল দলকে সুপার ওভারে ১০ রানে হারিয়েছে আমাজন ওয়ারিয়র্স।

লো স্কোরিং এ ম্যাচে প্রথমে ব্যাট করে রেড স্টিল ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১১৮ রান। চরম নাটকীয় এ ম্যাচে আমাজন ওয়ারিয়র্স নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১৮ রান তুললে ম্যাচটি টাই হয়ে যায়। টি-২০ ক্রিকেটের রীতি অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারের এ খেলায় আমাজন আগে ব্যাট করে ১ উইকেটে তোলে ১১ রান। ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো রান করতে পারেনি রেড স্টিল! নারিনের করা ওই ওভারের স্পিন ভেল্কিতে বেকুব বনে যান নিকোলাস পুরান। প্রথম ৪টি বল ব্যাটেই স্পর্শ ঘটাতে পারেন নি তিনি। পঞ্চম বলে ব্যাটে সংযোগ ঘটলেও বল চলে যায় গাপটিলের বিশ্বস্ত হাতে।

নাসির জামসেদ, ডোয়াইন ব্রাভোদের না নামিয়ে নামানো হয় নিয়মিত আট নম্বর পজিশনে ব্যাট করা পুরানকে। টিম ম্যানেজম্যান্টের কী-ই বা করার। নিকোলাস পুরানই টাই ম্যাচে মাত্র ১৭ বলে ৩ ছয় আর ২ চারে করেছিলেন ৩৭ রান। আর এতেই নির্ধারিত ২০ ওভারে ১১৮ রানের সংগ্রহ গড়েছিল রেড স্টিল। নিকোলাসের এমন হতকচিত ব্যাটিংয়ে দলের পরাজয় নির্ধারিত হয়ে গেলে শেষ বল মোকাবেলা করতে উইকেটে আসেন রস টেইলর। শেষ বলে রান নিতে না পারলে অবিশ্বাস্য এ কীর্তির সাক্ষী হয়ে থাকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম, সাথে সিপিএল তো বটেই। পুরো ১০ রানেই জয় পায় আমাজন ওয়ারিয়র্স।

(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)