স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা বানানোর সরঞ্জামসহ জেএমবি’র ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, আব্বাস আলী (৭০), আব্দুর রহমান বাবু (৩০) ও আব্দুর রহমান পিন্টু (২৩)।

পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম একটি প্রেস ব্রিফিং-এ জানান, শুক্রবার ভোরে শহরের রাজবাড়ির সুখসাগরের পূর্বপাড়ে নাশকতা পরিকল্পনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা উত্তরবঙ্গের জেএমবি’র সামরিক কমান্ডার রাজিব গান্ধি ওরফে জাহাঙ্গিরের সহযোগী। এছাড়াও হলি আর্টিজান হামলা, ইতালীয় নাগরীক ড. পিয়েরো পারোলারী হত্যার চেষ্ঠা ও কাহারোলে ইসকন মন্দিরে হামলার তালিকাভুক্ত আসামি। আটকের সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমানে বোমা বানানোর সরঞ্জাম জব্দ করা হয়।

(এসএএস/এসপি/নভেম্বর ১০, ২০১৮)