বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় চেতনা নাশক অষুধ খাইয়ে জেএসসি পরীক্ষার্থীসহ তিন জনকে অচেতন করে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্রৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধার গ্রামে। 

শনিবার সকালে অসুস্থ্য গৃহবধু শিল্পী আক্তার (৩৫) তার জেএসসি পরীক্ষার্থী ছেলে জাবেদ ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসনিমকে উপজেলা শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ নাজমুন নাহার জানান, তার দেবর কবির হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টে কর্মরত। বাড়িতে দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী শিল্পী আক্তার থাকেন। শুক্রবার রাত ৯টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রতিবেশীরা তাদের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা পেয়ে তাদের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসাপাতলে নিয়ে যান। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জেএসসি পরীক্ষার্থী জাবেদকে চিকিৎসা দিয়ে পরীক্ষায় অশংগ্রহণের জন্য আমড়াগাছিয়া কেন্দ্রে পাঠানো হয়েছে।

শরণখোলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ জানান, চেতনা নাশক মিশ্রিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে।

শরণখোলা থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি শুনেছি। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

(এসএকে/এসপি/নভেম্বর ১০, ২০১৮)